সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
পরিবর্তন ডেস্কঃ রিট শুনানির একদিন আগেই দেশ ছেড়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।
রোববার (১৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে দুদকের দায়ের করা আবেদনের শুনানির সময় তার আইনজীবী মনসুরুল হক আদালতকে এ কথা জানান।
আইনজীবী জানান, আদালতের অনুমতি নিয়েই শনিবার রাতে চিকিৎসার জন্য কলকাতা গিয়েছেন তিনি।জবাবে আদালত সম্রাট সঠিক সময়ে দেশে ফিরেছেন কিনা সেটি জানাতে নির্দেশ দেন। একইসঙ্গে এ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।
গত ১৩ জুলাই আসামি সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।
এর আগে দুই মাসের জন্য সম্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম।
সেদিন সম্রাটের আইনজীবী আফরোজা বলেছিলেন, তার মক্কেল (সম্রাট) কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেফতার করে র্যাব।
পরে ওই বছরের ১২ নভেম্বর অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এ ছাড়া অভিযোগপত্রে ২১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগও আনা হয়।
মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, এ টাকা তিনি পাচার করেছেন।
পরে গত বছরের ২২ মার্চ অভিযোগপত্র আমলে নেন আদালত এবং তার বিচারকাজ শুরু হয়।মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, এ টাকা তিনি পাচার করেছেন।
পরে গত বছরের ২২ মার্চ অভিযোগপত্র আমলে নেন আদালত এবং তার বিচারকাজ শুরু হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।