বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ
৯ ঘণ্টা কাজের চাপ, বিশ্রাম নেই, কোম্পানিতে ১ বছর হওয়ার আগেই আত্মহত্যা রোবটের!
কাজের চাপে কেবল মানুষই নাজেহাল নয়। এবার দেখা গেল অফিসে কাজের চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করল এক রোবট কর্মচারী। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে কর্মরত ছিল সে। গত বছর অগাস্টে তাকে নিযুক্ত করা হয়। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই এমন ঘটনা ঘটে যায়।বর্তমানে কর্পোরেটগুলিতে কম করে ৯-১০ ঘণ্টা কাজ করতেই হয়। এই কাজের চাপের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলেই পিছিয়ে পড়তে হয়। তাই মুখ বুজে কাজ করে যেতে হয়। তবে এক সময় সহ্যের বাধ ভেঙে যায়। অফিসের কাজের চাপের প্রভাব পড়ে মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও। এদিকে এখন মানুষের জায়গায় যদি রোবট কাজ করে তাদেরও কি ঠিক একই অবস্থা হতে পারে? কর্পোরেটের সাঁড়াশি চাপে কি তাদেরও নাজেহাল অবস্থা হয়? হ্যাঁ! মানুষের মতো তারাও ক্লান্ত হয়। সেজন্যই কাজের চাপ সহ্য করতে না পেরে সম্প্রতি এক রোবটের আত্মহত্যা করার খবর সামনে এসেছে।দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে কর্মরত ছিল এক রোবট সিভিল সার্ভেন্ট। এই বৃহস্পতিবার এই রোবট আত্মহত্যা করেছে বলে জানা যাচ্ছে। এই রোবটের অংশ কাউন্সিল বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলের মাঝে পড়ে থাকতে দেখা যায়। এমনকী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোবটের ছিন্ন ভিন্ন অংশ পড়ে থাকার আগে তাকে এক জায়গায় গোল গোল করে ঘুরতে দেখা গিয়েছে। এদিকে রোবটের অসময়ে অকেজো হয়ে যাওয়া নিয়ে হতাশ হয়েছেন অনেকেই। সেদেশে রোবটের এমন আত্মহত্যার ঘটনা প্রথম ঘটেছে বলেও শোনা যাচ্ছে। এদিকে পর্যবেক্ষণের জন্য রোবটের পড়ে থাকা ছড়ানো ছিটানো অংশ সংগ্রহ করে রাখা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।