মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
নাঈম মৃধা, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ৬৩৪ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফারুক খান।
ইউপি নির্বাচনে ভোট শেষে বৃহস্পতিবার ১৬ মার্চ সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষণা দেয়া ফলে জয়ী ঘোষণা করা হয়েছে মো. ফারুক খানকে। তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও তথ্য নিশ্চিত করেন।
ক্ষমতাসীন দলের দখলে তালতলী শারিকখালী ইউনিয়ন সেখানে হাতপাখার প্রার্থীর কাছে নৌকার বাসার তালুকদারকে হারানোর পেছনে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন নেতারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, হাতপাখার মো. ফারুক খান ২০৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাকির হোসেন বাবলু তিনি পেয়েছেন ১৪৭০ ভোট। তৃতীয় স্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. বাসার তালুকদার পেয়েছেন ১৪৪০ ভোট।
ভোটে প্রার্থীর জয়ে উচ্ছ্বসিত ইসলামী আন্দোলনের তালতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান বলেন, শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে শারিকখালী ইউনিয়নের হাতপাখার বিজয় মানে সারা বিশ্বের মুসলমানের বিজয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাই হাত পাখার বিজয় সুনিশ্চিত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তালতলী উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দলের কারণে আজ নৌকার ভরাডুবি হয়েছে। যে কারণে নৌকা প্রতীকের বরাদ্দ সঠিকভাবে হয়নি। ওখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন, বিএনপিরও একজন প্রার্থী ছিলেন। তারা সবাই চেষ্টা করেছেন নৌকাকে ঠকাতে। তাই হয়েছে।
তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, বাসার তালুকদারের পারিবারিকভাবে ঝামেলা থাকার কারণে তিনি তার পরিবার থেকেও প্রাপ্ত ভোট পাননি। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা প্রচার চালিয়েছেন। তবে বিএনপির প্রার্থী নেই মাঠে এই সুযোগে হাতপাখা কাজে লাগিয়েছে।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।