রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকদের হেনস্থা এবং লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার পর উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন উপস্থিত শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর চড়াও হয়ে লাঞ্ছিত, জোরপূর্বক পদত্যাগে বাধ্য, অশালীন আচরণ করাসহ অরাজকতার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আজকে আমরা নিরুপায় হয়ে এখানে সমবেত হয়েছি।
এ সময় বক্তারা আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের দিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়া ব্যক্তিগত স্বার্থে কিছু স্বার্থন্বেষী মহল কমলমতি শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আর এতে শিক্ষক ও ছাত্রের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটছে। এই অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার তীব্র প্রতিবাদ এবং এসব বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন উপস্থিত বক্তারা।
উপস্থিত বক্তারা আরো বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না। অনেক শিক্ষক লাঞ্ছনা সহ্য করতে না পেরে পদত্যাগ করেছেন। যারা শিক্ষকদের পদত্যাগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন তারা নৈতিকতা ও মানবিকতা বিরোধী। স্বার্থান্বেষী মহল শিক্ষকদের পদত্যাগের দাবীর নামে অসম্মান বন্ধ না করলে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেওয়া হবে।
মানববন্ধনে শালহাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সোনাখুলী হাজী জহরতুল্ল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ময়ীদ সজলের সঞ্চালনায় স্মারকলিপি প্রদানোত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আব্দুল হানিফ সরকার, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল কাদের, প্রধান শিক্ষক তহুরুল ইসলাম চৌধুরী, আজাদ আব্দুল হামিদ প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।