বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক, গোলাম রব্বানী প্রধান।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আবু বক্কর সিদ্দিক সিনিয়র যুগ্ন-আহবায়ক উপজেলা যুবদল, সোহাগ খান লোহানী যুগ্ন-আব্বায়ক উপজেলা যুবদল, আব্দুর রশীদ সভাপতি উপজেলা শ্রমিক দল, জাহাঙ্গীর আলম (ডিআর) সভাপতি সদর ইউনিয়ন বিএনপি, আব্দুল মজিদ সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন ভালো শাসক। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।