মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
প্রাণিসম্পদে ভেবো দেশ,, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন পশু-পাখি ও উন্নত জাতের গরু-ছাগল নিয়ে ১৮ থেকে ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ঢাকা পুরাতন বানিজ্য মেলার মাঠে সারা দেশের জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় ডিমলা উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ এর স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এছাড়াও বিভিন্ন পশু-পাখি ও গো-খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিবৃন্দগণ। এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত গো-খামারীদের হাতে গো-খাদ্য ও ভিটামিন তুলে দেন তারা। প্রদর্শনীর এই মেলায় বিভিন্ন খামারীদের ৪৬ টি স্টল অংশ গ্রহণ করে।
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মদন কুমার রায়।
প্রধান অতিথি তার স্বাগতিক বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন, জনবান্ধব সরকার। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। সেই সাথে তিনি অংগ্রহনকারী সকল খামারিদের জন্য সু-খবর দিয়ে বলেন, ডিমলায় কিছু দিনের মধ্যে দু’টি দুগ্ধ সেলিং সেন্টার স্থাপন করা হবে।
প্রাণিসম্পদ ও ভেটেনারী হাসপাতাল থেকে খামারিদের সরকারীভাবে সকল ধরনের সুযোগসুবিধা আদায়ের জন্য দাবি তুলে ধরে বক্তব্য দেন, বাংলাদেশ দুগ্ধ খামারি এসোসিয়েশন ডিমলা শাখার সভাপতি মোহায়মেনুল রনি, সফল শফিকুল ইসলাম শফিক ও সোহাগি বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সোনালী ব্যাংক ডিমলা শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বায়েজিদ খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।