সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার দীবাগত রাত্রে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ৩৬৭ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মোদের ছেলে নাজির হোসেন(৩০) ও বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী গ্রামের আঃ মজিদের ছেলে রবিউল ইসলাম (২২)।
স্থানীয়রা জানান, সোমবার দীবাগত রাত্রে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্ত পথে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের অবৈধ পথে যাওয়ার সময়। ভারতের উওর দিনাজপুর জেলার গোয়ালীপুকুর থানার কাওলিয়াগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুরলে এতে দুইজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয় । এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন পরে রাতেই স্হানিয়রাউদ্ধার করে৷হাসপাতালে নিলে তাদের দুই জনেই মৃত্যু হয়৷
এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব বলেন,অবৈধ ভাবে বেতনা সিমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় গুলি বিদ্ধ হয়৷পরে এক জন কে দিনাজপুর হাসপাতালে ও একজন কে বালিয়াডাঙ্গি হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়
এই বিষয়ে হরিপুর থানায় একটি মামলা রুজু করা হবে।।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।