রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় ট্রেনের সাথে পুলিশের প্রাইভেট কারের ধাক্কায় দুই (এস আই)-সহ এক কনস্টেবল গুরুতর আহত হয়।
গত সোমবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটায় উপজেলার সাপমারা রেলক্রসিং এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন -এস আই শাহীন মিয়া, এস আই মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহ উদ্দিন। তাদের মধ্য এস আই মনোয়ার হোসেন এ্যাপোলো হাসাপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন মারা যায়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৪ বছর।
মনোয়ার হোসেন বাংলাদেশ পুলিশে ১৯৯৬ সালে যোগদান করেন। তিনি দেশের বিভিন্ন থানায় চাকুরি করার পর নরসিংদী রায়পুরা থানায় ১২ নভেম্বর ২০১৯ইং তারিখে যোগদান করে। দীর্ঘ প্রায় দুই বছর চাকুরি করে অবশেষে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
এস আই মনোয়ার হোসেন জয়পুরহাট জেলার পাঁঁচবিবি থানার কুলইছ গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে রায়পুরা থানার সার্কেল এসপি সত্যজিৎ কুমার ঘোষ ও ওসি মোঃ গোলাম মোস্তফা সহ সকল উর্ধতন কর্মকর্তা এবং তার সহকর্মী গণ গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের জন্য দোয়া কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।