বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি): রবিবার ২৬শে মে সকাল আনুমানিক ১১টার সময় গোপালগঞ্জ সদর প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে সাংবাদিক তপু শেখের একমাত্র পুত্র আরমান শেখ (২০) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। গত ১১ ই মে আরমান শেখ বাড়ি থেকে বের হয় ১২ই মে দুপুর আনুমানিক ২টর সময় তার লাশ দারিয়ার কুল নদী থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। জানা যার, গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা সম্প্রতি ঘটে যাওয়া টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সীরচর গ্রামের দৈনিক লোকালয় বার্তা, দৈনিক একুশের বানী পত্রিকা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মো. তপু শেখের একমাত্র ছেলে মো. আরমান শেখ(২০) উপজেলা নির্বাচন পরবর্তী ১১ই মে সকাল আনুমানিক ৯টায় বাসা থেকে বের হয়। তার পরিবারের লোকজন সারাদিন খোজাখুজির করে না পেয়ে টুঙ্গিপাড়া থানায় ব্যাপারটি জানায়। ১২ই মে দুপুরে টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল শ্মশান ঘাট সংলগ্ন নদী থেকে টুঙ্গিপাড়া থানা পুলিশ আরমানের লাশ উদ্ধার করে। লাশের গলায় গামছা পেঁচানো, মাথায় কোপ, থুতনির নিচে ও গলায় ছুরির কোপের ক্ষত চিহ্ন। আরমানের শরীরের ক্ষত চিহ্ন দেখে মনে হয় ওকে যারা খুন করেছে তাদের অনেক রাগ ছিল ওর বা ওর বাবার প্রতি। পরবর্তীতে শোনা যায় আরমান শেখ একটি ইজিবাইক ভাড়া নিয়ে চালাতে গিয়েছিল ঐ দিন। আরমান যদি ঐ দিন ইজি বাইক ভাড়া নিয়ে বের হয় তাহলে তাও উধাও। টুঙ্গিপাড়া থানায় আরমানের বাবা সাংবাদিক তপু শেখ বাদি হয়ে ১২/৫/২০২৪ইং তারিখে একটি অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে টুঙ্গিপাড়া থানা পুলিশ হত্যা মামলার সাথে জড়িত সাইফুর নামের এক আসামিকে গ্রেফতার দেখায়। অস্বামী রিমান্ড ছাড়াই স্বীকারোক্তি প্রদান করে। আরো দুইজনের নাম প্রকাশ করে। জানা যায় গ্রেফতার কৃত আসামী বলেছে, গত কয়েক বছর পূর্বে গিমাডাঙ্গার এক স্কুল ছাত্রী ধর্ষণ হয় ঐ ধর্ষণের আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়। সেই মানববন্ধনে আসামী গ্রেফতার করতে সাহায্যে করেছিল আরমানের বাবা সাংবাদিক তপু শেখ। এই স্বীকার উক্তিতে সুস্পষ্ট বোঝা যায় কেউ হয়ত মিথ্যা বলছে বা আসামিকে কেই সাজিয়ে গ্রেফতার করিয়েছে মূল ব্যাপারটি আড়ালে রাখার জন্য কারণ মেয়েটি যখন ধর্ষণ হয় সেই সময় তপু শেখ সাংবাদিক জগতে পা রাখেনি। তাছাড়া। গ্রেফতারকৃত আসামী হত্যার সাথে জড়িত আরো যে দুই জনের নাম প্রকাশ করেছে হত্যার ১৬ দিন পার হয়ে গেলেও টুঙ্গিপাড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই সেই সাথে তার কাছে থাকা ইজিবাইক ও যে সকল অস্ত্র দিয়ে আরমানকে হত্যা করা হয়েছে তাও উদ্ধার করতে ব্যর্থ তারা। অপরদিকে আরমান হত্যা হয়ে যাওয়ার পর থেকে আরমানের বাবাকে বিভিন্ন মহল থেকে কৌশলে হুমকি প্রদান প্রদান সহ ভয়ভীতি দেওয়ায় আরমানের বাবা টুঙ্গিপাড়া থানায় নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম হুমায়ুন কবীর (যুগান্তর), ডি ইউ জে এর গোপালগঞ্জ সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, সভাপতি গোপালগঞ্জ টিভি জার্লিনাস্ট ফোরাম মাহবুব হোসেন সারমাত, (এনটিভি), প্রতিষ্ঠাতা সভাপতি গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব আরিফুল হক (মাই টিভি), সভাপতি গোপালগঞ্জ জেলা জার্নালিষ্ট ফোরাম, জয়ন্ত শিরালী সময় টিভি, কে, এম সাইফুর রহমান সাংগঠনিক প্রেস ক্লাব গোপালগঞ্জ, সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা এজেড আমিনুজ্জামান রিপন, সভাপতি টুঙ্গীপাড়া প্রেস ক্লাব শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কাজী মাহমুদ এস টি ভি, মনির মোল্লা ফাল্গুনী টিভি, আজিজুর রহমান টিপু এস এ টিভি, এম রহমান মাহমুদ দৈনিক সকালে সময়, পলাশ শিকদার দেশের কন্ঠ, হেমন্ত বিশ্বাস ভোরের পাতা, শিহাব উদ্দিন মোল্লা আলোকিত প্রতিদিন, সোহাগ মোল্লা অপরাধ জগত, সাইফুল ইসলাম মানবাধিকার প্রতিদিন, শাহাবুদ্দিন সুজা আই বার্তা সহ গোপালগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী সাত দিনের মধ্যে আরমান হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।