বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
ফুয়াদ খন্দকার
জামালপুর প্রতিনিধি:-
জামালপুরে জেএএফ অনুর্ধ-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৪ এর ময়মনসিংহ অঞ্চলের ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ময়মনসিংহ অঞ্চলের ছয়টি জেলা জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জের মধ্যে গত ২০ এপ্রিল খেলা শুরু হয়ে আজ জামালপুর জেলা বনাম ময়মনসিংহ জেলার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। খেলার ট্রাইব্রেকারে শেষ পর্যন্ত ময়মনসিংহ জেলা ৪-৩ গোলে বিজয়ী হয়। জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ ছরোয়ার হোসেন শান্ত’র সভাপতিত্বে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফসি এবং বিএফএফ কাউন্সিলর মেম্বার ও কমিটি ফর ওমেন্স ফুটবল বিএফএফ এর চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। পরে বিজয়ী ময়মনসিংহ জেলাকে চ্যাম্পিয়ন ট্রফি ও জামালপুর জেলাকে রানারআপ ট্রফি তুলে দেন অতিথিরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।