সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
ফুয়াদ খন্দকার
জামালপুর।
জামালপুরে ১ম বিভাগ ক্রিকেট লীগ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু। ফাইনাল খেলায় মেরিলিবোন ক্রিকেট ক্লাব বনাম সিদ্দিকী স্টারস এর মধ্যকার ম্যাচে সিদ্দিকী স্টারস ২৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৯ রান করে। জবাবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান করে। মেরিলিবোন ক্রিকেট ক্লাব ৫ উইকেটে বিজয়ী হয়েছে। এ সময় প্রধান অতিথি মেরিলিবোন ক্রিকেট ক্লাব কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
All rights reserved © 2020-2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।