সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
খন্দকার রাজু আহমেদ ফুয়াদ
জামালপুর ।
জামালপুরে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন কার্যকর করতে প্রথম দিন থেকেই তৎপর রয়েছে জেলা পুলিশ ।
সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১ জুলাই ) সকাল থেকে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ, বি,জি,বি, সশস্ত্র বাহিনী ও স্থানীয় প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গিয়েছে মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে এবং স্ট্রাইকিং ডিউটিতে আছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট । শহরের শপিংমল, দোকান পাট ও সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে । শুধু মাত্র খাবার, কাঁচা বাজার ও ঔষধের দোকান খোলা রয়েছে । অপ্রয়োজনীয় ঘোড়াফেরা নিষেধ করা হয়েছে । মানুষ কে আরও সচেতন করতে মাইকিং করা হচ্ছে । করোনার সংক্রমণ রোধে আপাতত এটাই কার্যকরী পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল । জেলা প্রশাসন আগামী সাত দিন সবাইকে ঘরে থাকার আহ্বান জানান ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।