বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
ফুয়াদ খন্দকার,জামালপুর,প্রতিনিধি:
জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬জুন) বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন সহ অনেকেই। এবারের খেলায় মোট ছয়টি কলেজ অংশগ্রহণ করবে। প্রথম দিনে সরকারি আশেক মাহমুদ কলেজ বনাম মেলান্দহ সরকারি কলেজের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সরকারি আশেক মাহমুদ কলেজ ১-০ গোলে জয় পায়। একদিনে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।