বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :-
জামালপুর সদর সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ের সনদপ্রাপ্ত দলিল লেখকদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির৷ লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর সদর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের আয়োজনে ২ মে বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী জামালপুর জেলা রেজিষ্ট্রারের কার্যালয় রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, জামালপুর সদর সাব-রেজিষ্ট্রার মোঃ শাহাজাহান আলী বিপিএএ। প্রশিক্ষণসূচী অনুযায়ী
রেজিষ্ট্রেশন আইন, ১৯০৮ ও রেজিষ্ট্রেশন বিধিমালা, ২০১৪ এবং পাওয়ার অব এটর্নি আইন, ২০১২ ও পাওয়ার অব এটর্নি বিধিমালা, ২০১৫ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, সরিষাবাড়ি উপজেলা সাব-রেজিষ্ট্রার মহসীন উদ্দিন আহমেদ। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ ও স্ট্যাম্প আইন, ১৮৯৯ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, ইসলামপুর উপজেলা সাব রেজিষ্ট্রার আয়েশা সিদ্দীকা। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং দলিল লেখকদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং আইন ও বিধি অনুযায়ী দলিল প্রস্তুত পদ্ধতি দলিল লেখক (সনদ) বিধিমালা, ২০১৪
বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জামালপুর সদর উপজেলা সাবরেজিষ্ট্রার মোঃ শাহাজাহান আলী বিপিএএ। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর সদর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের ৫০জন সনদপ্রাপ্ত দলিল লেখক অংশগ্রহণ করেন। পরিশেষে প্রশ্নোত্তর পর্ব, সার্বিক মূল্যায়ন ও সমাপন করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।