সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
মামুন আলম, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ঢাকা-রামগঞ্জ রোডে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে উপজেলার রামগঞ্জ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুলতানা আক্তার (২০) ও অটোরিকশা চালক মোহাম্মদ ইদ্রিস মিয়া (৪০)। এ দুর্ঘটনায় অজ্ঞাত আরো একজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা চাটখিল উপজেলা সদরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুলতানা ও চালক ইদ্রিস নিহত হন। এ ঘটনায় অটোরিকশার আরো এক যাত্রী আহত হয়েছেন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় চাটখিল উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্ধ করে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।