বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ:-
গোপালগঞ্জ সদর থানাধীন শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ” ২০২৩-২৪ ” এর লীগ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিঃ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ এর মধ্যে মনমুগ্ধকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান স্টেডিয়ামের গ্যালারীতে বসে ফুটবল ম্যাচটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ ২-১ গোলে বিজয়ী হয়। উক্ত ফুটবল ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর তারকা খেলোয়াড় ১১ নাম্বার জার্সি পরিহিত মোঃ জাফর ইকবাল শৈল্পিক ফুটবল খেলে “ম্যান অব দ্যা ম্যাচ” বিবেচিত হন। ম্যাচ শেষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এর হাতে পুরস্কার তুলে দেন।
আসুন আমরা কিশোর তথা যুব সমাজকে খেলাধুলায় আরো বেশি বেশি উৎসাহিত করি। তাহলে কিশোর তথা যুব সমাজ বিভিন্ন অপরাধ হতে দূরে থাকবে এবং আমাদের সমাজ হবে আরো সুন্দর ও উন্নত।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।