শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৈধ কাগজপত্র না থাকা ও নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৩টি ক্লিনিকে জরিমানা এবং ১টি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
গত রবিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত উপজেলার বাগান উত্তরপাড়ায় অভিযান চালিয়ে বন্ধু ক্লিনিক ৩৫হাজার, জননী সার্জিক্যাল ক্লিনিক ১০ হাজার, কুসুম সার্জিক্যাল ক্লিনিক ২০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও বৈধ কাগজপত্র না থাকা এবং নিন্মমানের স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগে হ্যাপি ক্লিনিকে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।