বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা জয়নগর বাজারে ভয়াবহ আগুন। আজ রোববার দুপুর ১ টার সময় জয়নগর বাজারের রূপালী ব্যাংক জয়নগর শাখার সাবেক কার্যালয়ের দক্ষিণ পাশে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড ময়না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হাবিব শেখের ৩ টি ও চা দোকানি বাদশার ১ টি সহ মোট ৪ টি দোকান ভয়াবহ আগুনে পুড়ে যায়।অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘর মালিক জুয়েল মোল্লার মা ও অত্র বাজারের ব্যবসায়ী ও আগুন নেভাতে আসা সাধারণ মানুষ। ময়না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হাবিব বলেন আমি ও আমার কর্মচারীরা
যখন যোহরের নামাজ রত তখন
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমার দোকানের পশ্চিম পাশের রুমে বিদ্যুতের সংযোগ ছিল না, তবে কিভাবে আগুন লাগলো তা আমি বলতে পারব না। ভয়াবহ এ আগুনে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার কর্মচারী মুন্না প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে বাজারে সাধারণ ব্যবসায়ীরা আগুন নিভাতে ছুটে আসে এবং কাশিয়ানী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।