মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
খেলাধুলা ডেস্কঃ পাকিস্তানের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। ক্রিকেট পাড়ায় ক্রিকেট সুন্দরী নামে পরিচিত সানা আজ শনিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন। তিনি ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। আর সর্বশেষ ম্যাচটি খেলেন ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। আর আজকের বিদায়ের ঘোষণার মধ্য দিয়ে নিজের ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
সানা মীর এক বিবৃতি দিয়ে এই ঘোষণাটি দেন। তিনি বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই আমাকে ১৫ বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করার জন্য। তাছাড়া পর্দার আড়ালে যারা আছেন তাদের সবাইকেও আমি ধন্যবাদ দিতে চাই। আমি গত কয়েকদিন ধরে অবসর নেয়ার কথাটি ভাবছিলাম। আমার মনে হয়েছে এটিই সঠিক সময়। আমার বিশ্বাস আমি নিজের দেশকে অনেক কিছু দিয়েছি।’
সানা পাকিস্তানের হয়ে সবমিলিয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরমধ্যে অধিনায়ক হিসেবে খেলেছেন ১৩৭টি। তিনি ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক ছিলেন।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।