শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
মৌসুমী আক্তার,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়ে খালেদ হাবিব মুকুল(৪৭) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। উপজেলায় তথা কুড়িগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগী হিসাবে তিনি প্রথম মারা যান। বুধবার সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত জিয়াউল হকের পুত্র।
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়ের হোসেন মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, গত ১৯ জুন তারিখে নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি করোনা আক্রান্ত হন। তার দুই দিন আগে তিনি করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি বুধবার বিকেল থেকে অসুস্থ্য হয়ে সন্ধায় মারা যান।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এ,ডব্লিউ এম রায়হান শাহ বলেন, করোনা আক্রান্ত খালেদ হাবিব মুকুল মারা যাওয়ার খবর পেয়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। মরদেহ নিয়ে আসা হলেও স্বাস্থ্য বিধি মোতাবেক তাকে দাফন করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।