সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
মোঃ ইউসুফ খাঁন (নীলফামারী) প্রতিনিধি (ইয়াস উপ-পরিচালক)
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত সেনা সদস্য রফিকুল ইসলাম রফিকের ( ৪৫) জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার রণচণ্ডী ইউনিয়নের মৃত্যু জোবেদ আলীর ছেলে। উল্লেখ্য যে তিনি, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে বড়ভিটা চৌধুরীর স্টান্ড নামক স্থানে জলঢাকা গামী রংপুর থেকে ছেড়ে আসা ট্রাকের চাকায় দু’পা পিষ্ট হয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি……রাজেউন)। আজ শুক্রবা বাদ জুম্মা রণচন্ডী ইউনিয়নের নিজ বাড়িতে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়- স্বজন রেখে যান।জানাযার নামাজের পূর্বে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, কিশোরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান লুতু, সদর ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম আনিস প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।