মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট: করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৫ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা এখন ৭ জন।
বুধবার (২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে এক নারীসহ ৫ জন ছাড়পত্র পান। এর আগে গত ২০ এপ্রিল বিআইটিআইডি থেকে আরও দু’জন ছাড়পত্র নিয়ে বাড়ি যান।
সুস্থ হওয়া এসব রোগীদের নমুনা পরীক্ষার রিপোর্ট পর পর দু’বার নেগেটিভ আসায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন।
বুধবার ছাড়পত্র পাওয়া রোগীরা হলেন- নগরের শাপলা আবাসিকের বাসিন্দা হাসিনা বেগম, নারায়ণগঞ্জ থেকে ফেরা সীতাকুণ্ডের মো. আনোয়ার, নগরের সিডিএ মার্কেট এলাকার মো. কামাল উদ্দিন, সাগরিকা এলাকার ওমর আলী ও দামপাড়া এলাকার জাহেদুল হক।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বাংলানিউজকে বলেন, পরপর দু’বার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় ৫ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদেরকে চিকিৎসকদের ব্যবস্থাপত্র মেনে চলার জন্য বলা হয়েছে।
এর আগে গত সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে বাড়ি ফেরা দু’জনের মধ্যে একজন নগরের ফিরিঙ্গিবাজার এলাকার গোলাম সাইফুদ্দিন মানিক এবং অন্যজন আকবরশাহ এলাকার ওমর ফারুক।
বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান বাংলানিউজকে বলেন, গত দু’দিন আগে হাসপাতাল থেকে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অন্য সবার মতো বাসায় অবস্থান করতে বলা হয়েছে তাদের।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত মোট ৭ জন বাড়ি ফিরেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া মানে এই নয় যে- তাদের ভাইরাস আর আক্রমণ করবে না। তাই সবার মতো তারাও যাতে বাসায় থাকেন সেটা তাদের নিশ্চিত করতে হবে।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।