বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্কঃ ক্রিকেটের মাঠে দাপট দেখিয়ে ভক্তদের মনে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন অনেক আগেই। এবার এক মহৎ কাজের মাধ্যমে নিজের ব্যক্তিত্বের পরিচয় দিলেন গৌতম গম্ভীর। প্রশংসা অর্জন করলেন সকলের।
করোনাভাইরাসে মৃত্যু হওয়া গৃহপরিচারিকার শেষকৃত্য করলেন গৌতম নিজেই। গম্ভীরের বাড়ির পরিচারিকার নাম সরস্বতী পাত্র ওড়িশার বাসিন্দা তিনি। অনেকদিন ধরেই এই ভদ্রমহিলা সুগার ও প্রেশারের রোগী ছিলেন। কিছুদিন আগে তাকে অসুস্থতার কারণে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। ২১ এপ্রিল চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
গৃহপরিচারিকার শেষকৃত্য করে নিজের টুইটার পোস্টে গৌতম লিখেন, আমার বাড়ির খুদেকে যে দেখে তাকে আমি পরিচারিকা মনে করতে পারি না। সে আমার পরিবার। তার শেষকৃত্য আমার কর্তব্য। আমি জাতি ,বর্ণ, কাজের নিরিখে কখনও কোনো বিভেদ করি না। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা উন্নত সমাজ তৈরি করা। এটাই আমার ভারত নিয়ে ধারণা, ওম শান্তি।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।