শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন
পরিবর্তন ডেস্কঃ করোনা পরিস্থিতি উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে ৩০ জন মুক্তি পেয়েছেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ২৪ জনকে মুক্তি দেওয়া হয়। এর আগে আরও ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলা কারাগারের সুপার জয়নাল আবেদীন ভূঁইয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে স্বারাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে ১ বছরের কম সাজার আদেশপ্রাপ্ত আসামিদের তালিকা পাঠানোর জন্য। সেই মোতাবেক হবিগঞ্জ থেকে ৫৭ জনের একটি তালিকা পাঠানো হয়।
পুনরায় মন্ত্রণালয়ের নির্দেশনায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে দু’দফায় ৩০ জন লঘুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। তালিকাভুক্ত ৫৭ জনের মধ্যে বাকিরা মুক্তি পাবেন না বলেও জানিয়েছেন তিনি।
All rights reserved © 2020-2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।