শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:৪১ অপরাহ্ন
মোঃ আলিম উদ্দিন
শিক্ষক তুমি ভিক্ষুক নয়
উচু তোমার শির,
ছাত্রের জন্য বাড়ি বাড়ি
কেন কর ভীড়?
ধরার বুকে আজও বহাল
আছে তোমার মান,
কেন তুমি ছাত্র খোঁজতে
গিয়ে হও অপমান।
ধিক্কার তোমায় কর্তৃপক্ষ
ধিক্কার সে প্রতিষ্ঠান,
নিজের স্বার্থে করছ কেন
শিক্ষকের অসম্মান?
জাতি গড়তে ব্রত যারা
ভাবনা অনেক দুর,
সুযোগ বুজে বানিয়ে দিলে
তাদের দিনমজুর।
সবার আগে গড়ে তোল
নিজের প্রতিষ্ঠান,
ভিক্ষার ঝুলি হাতে নিয়ে
লাগবেনা ছাত্র সন্ধান।
আদেশ মান্য করছে শিক্ষক
নেই কোন গতি,
তাইতো তোমার হে কর্ণধার
এতই দুর্গতি।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।