রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
আল-জাজিরাঃ তুরস্কের এবারের জাতীয় নির্বাচনে চরম নাটকীয় পরিস্থিতি দেখা গেছে। দেশটির নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে যেকোনো প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হবে। কিন্তু দুই প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কেমাল কিলিচদারওলু এই মাইলফলক পেরোতে ব্যর্থ হয়েছেন। ফলে নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। ২৮ মে এই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে।
দ্বিতীয় দফার ভোটের আগে এরদোয়ান ও কেমাল ছাড়াও আরেকটি নাম আলোচনায় উঠে এসেছে। তিনি হলেন সিনান ওগান। প্রথম দফার ভোটে প্রার্থী ছিলেন সিনান। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি। ভোটের ফলাফলের হিসাবে, তাঁর অবস্থান তৃতীয়। আর এ জন্যই নতুন করে আলোচনার কেন্দ্রে সিনান।
এরদোয়ান নাকি কেমাল—২৮ মে কার ভাগ্য খুলছে, তা নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ প্রভাবক ধরা হচ্ছে সিনানকে। এর কারণ, গত রোববারের নির্বাচনে এরদোয়ান ৪৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন। কেমাল পেয়েছেন ৪৫ শতাংশ। আর সিনানের ঝুঁলিতে গেছে ৫ দশমিক ১৭ শতাংশ ভোট।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।