রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
রেজাউল করিম সবুজ
বিশেষ প্রতিনিধিঃ
১২ ও ১৩নভেম্বর সকাল সন্ধা বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্দেশনায় উপজেলা যুবলীগ ,ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দের আয়োজনে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে।
আজ ১১ নভেম্বর (শনিবার) সন্ধা সাড়ে ৬টায় ৫ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর বাসস্টান্ড চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্যামনগর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সাধারন সম্পাদক এম এম মাহবুব বাবুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজ সরদার,শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মোস্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামূল হক লায়েস, সাবেক সাধারন সম্পাদক জাহিদুর রহমান শাওন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শেখ সুজন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম গাইন, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওহিদুল ইসলাম, শ্যামনগর মটর শ্রমীকের সভাপতি সাবের মিস্ত্রী,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবলীগ নেতা এস এম ফেরদাউস হায়দার, রবিউল ইসলাম, শ্যমনগর মহসিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,
শ্যামনগর কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার। এসময় আরোও উপস্থিত ছিলেন , শ্যামনগর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান জাকির হোসেন পলাশ, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ খান সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সমার্থকবৃন্দ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী চক্রান্ত সহ সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন। বক্তারা ১২ ও ১৩ নভেম্বর বিএনপি জামাতের ডাকা অবরোধকে প্রতিহত করে শ্যামনগরে শান্তি রক্ষায় এবং প্রধানমন্ত্রীর খূলনায় সমাবেশ সফল করার জন্য এমপি জগলুল হায়দারের নির্দেশে মাঠে থাকার আহবান জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।