শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা, স্বনির্ভর প্রজেক্ট-০২ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১১ই ফেব্রুয়ারি) সকাল ১০ঘটিকায় সময় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার(ট্রাফিক)মোহাম্মদ আব্দুল ওয়াহাব
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী,
বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক স্বপন রবি দাশ, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়,দারুল হিকমাহ মাদরাসার অধ্যক্ষ লুৎফুর রহমান, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সিইও সাইফুর রহমান খান প্রমুখ। এসময় ১ম পর্ব পরিচালনা করেন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য জাবেদুর রহমান ও আঁখি এবং ২য় পর্ব পরিচালনা করেন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য জয়নুল হক। স্বাগত বক্তব্য এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য রায়হান সিদ্দিকী আসিফ, সংক্ষিপ্ত বক্তব্য মোস্তাকিম চৌধুরী ফারাবি ও কবিতা আবৃতি করেন আরিফা চৌধুরী লোবা।
এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার ক বিভাগে ১ম স্থান বিপ্র রায়,২য় স্থান লিয়ানা দাশ, ৩য় স্থান সুস্মিতা দাশ, খ: বিভাগে ১ম স্থান সামিরা মুকিত চৌধুরী, ২য় স্থান স্বপ্নীল দাশ, ৩য় স্থান রাজদীপ মজুমদার বাক্য, গ বিভাগে ১ম স্থান বিশাল আচার্য তন্ময়, ২য় স্থান মির্জা ফখরুল আমিন, ৩য় স্থান সামছিয়া আক্তার, ঘ বিভাগে ১ম স্থান পিংকী আচার্য্য, ২য় স্থান উত্তম চৌধুরী ও ৩য় স্থান লাভ করেছেন অন্তর রায়। এছাড়াও প্রত্যেক বিভাগে ৭ জনকে বিশেষ পুরস্কার প্রদানসহ মোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় স্বনির্ভর প্রজেক্টের আওতায় ৫ টি পরিবারকে ছাগল বিতরন প্রদান করা হয়েছে। এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার বর্ষসেরা সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মিল হাসান, রায়হান আহমদ, আরিফা চৌধুরী লোবা, মাছুম মিয়া। উল্লেখ্য, গতকাল ১০ই ফেব্রুয়ারি এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।