সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী বুধবার মিসরের কায়রোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
এক বিবৃতিতে আরব লীগের ডেপুটি চিফ হোসাম জাকি বলেছেন, ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কায়রোর বিশেষ বৈঠকে আরব ও আন্তর্জাতিক পর্যায়ে তেলআবিবের বিরুদ্ধে কী কী রাজনৈতিক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে।
অবরুদ্ধ গাজা থেকে শনিবার ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হামাস। হামাসের এই হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে দুই দেশের এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। দুই দেশের মধ্যে এখনো লড়াই চলছে। ফলে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
সূএ: আলজাজিরা
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।