রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
বৈশ্বিক মহামারি করোনার চলমান লকডাউনে কর্মহীন মানুষের মাঝে জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাব এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। বুধবার ১২ মে বিকেল ৪টা সময় একশত জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ইউনাইটেড সোসাইটি ক্লাবের উপদেষ্টা ডাঃ শারমিন মান্নান।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি মো.জাফরুল হাসান টুটন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন লিয়ন,সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম শিমুল,জামালপুর জেলা আওয়ামীলীগ এর সদস্য শাহরিয়ার উজ্জল,রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিট এর সাবেক যুব-প্রধান, আল আমিন, বনপাড়া অনির্বাণ ক্রীড়া চক্র এর সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম সাজু।
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন ইউনাইটেড সোসাইটি ক্লাবের কোষাধক্ষ্য ফয়সাল সরকার শিশির ,সম্মানিত সদস্য মোঃরকিবুল হাসান লালন,মোঃ মানিক আলী,রফিকুল ইসলাম শিপন,লাবনী আক্তার, রাইহান ইসলাম ইমরান, সাহারিয়ান মাহমুদ সহ অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।
এসময় ঈদ সামগ্রী বিতরণ পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ক্লাবের সবাই কে ধন্যবাদ জানিয়ত বলেন আমরা দেখেছি ইউনাইটেড সোসাইটি ক্লাব শুরু থেকেই যে কোনো প্রাকৃতিক দুযোর্গ কবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং জামালপুরে প্রতি বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ও ইউনাইটেড সোসাইটি ক্লাব সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে । তাই ইউনাইটেড সোসাইটি ক্লাবের পাশাপাশি বিভিন্ন সামাজিক বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন গুলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।