বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জাহারা মিতু। ক্যারিয়ারের শুরুতেই সুপারস্টার শাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু আগুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে এফডিসিতে পা দেন।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে শাকিব খানসহ আলোচিত কয়েকজন নায়ককে নিয়ে মুখ খুলেছেন মিতু।
শুরুতেই এ অভিনেত্রী বলেন, আমি যখন স্পোর্টস উপস্থাপনা করতাম, তখন অনেকে আমাকে ইন্ডিয়ান মনে করত। আমাকে এতটা চিনত না। তবে সিনেমায় আসার পর সবাই চেনে।
পরে স্পোর্টস উপস্থাপিকা সম্বোধন করে গণমাধ্যম উপস্থাপক জাহারা মিতুকে প্রশ্ন করেন, মেয়েদের প্রিয় খেলা কি?
প্রশ্নোত্তরে মিতু উপস্থাপককে বলেন, বলব না। দুষ্টু। পরে উপস্থাপক বলেন- মেয়েদের প্রিয় খেলা ছিনিবিনি। আবার মিতুর কাছে উপস্থাপক জানতে চান- কোন খেলায় দুজন খেলোয়াড় লাগে। পরে অভিনেত্রী বলেন, আপনি যেটা বললেন, মেয়েদের প্রিয় খেলা ছিনিবিনি। সেটি খেলতেই দুজন লাগে।
নিজের চাঁদের সঙ্গে তুলনা নিয়ে মিতু বলেন- বিশেষায়িত করে অনেকে আমাকে চাঁদের সঙ্গে তুলনা করেন। এমনকি আমার বাবাও বলেন আমার মেয়ে চাঁদের মতো। তবে আমি এটা বিশ্বাস করি না। আমি চাঁদের মতো না, আমি সূর্যের তাপের মতো গরম, হট।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।